আশাশুনিতে দুই ইয়াবা ব্যবসায়ীসহ গ্রেফতার- ৪
আশাশুনি থানা পুলিশ অভিযান চালিয়ে দুই ইয়াবা ব্যবসায়ী ও দুই ওয়ারেন্টের আসামীকে গ্রেফতার করেছে। গ্রেফতারকৃতদের বুধবার আদালতে প্রেরণ করা হয়েছে।
এসআই নয়ন চৌধুরী, এসআই সঞ্জীব, পিএসআই বিজন সরকার সঙ্গীদের নিয়ে অভিযান চালিয়ে কুড়িকাহুনিয়া গ্রামের শফি গাজীর পুত্র আমিনুর ও কাটাখালী গ্রামের রাজাউল্লাহ সানার পুত্র ইব্রাহিমকে আটক করেন। তাদের কাছ থেকে ২১ পিস ইয়াবা উদ্ধার হয়েছে। এব্যাপারে ১৭(৬)১৮ নং মামলা রুজু করা হয়েছে। তারা অপর এক অভিযানে গুনাকরকাটি গ্রামের মৃত মানিক গাজীর পুত্র আঃ রশিদকে গ্রেফতার করেন। তার বিরুদ্ধে ১৫(৬)১৮ নং মামলা করা হয়েছে। এসআই নয়ন চৌধুরী পৃথক অভিযানে সিআর ১৩৪/১৭ মামলায় পলাতক আসামী কাদাকাটি গ্রামের রুহুল আমিনের পুত্র সাকিলকে গ্রেফতার করেছেন।
Please follow and like us: