ভোট ডাকাতির মাধ্যমে বিজয় ছিনিয়ে নেওয়া হয়েছে : ফখরুল
ভোট ডাকাতির মাধ্যমে গাজীপুরে বিএনপির বিজয় ছিনিয়ে নেওয়া হয়েছে বলে অভিযোগ করেছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
বুধবার (২৭ জুন) সকাল ১১টার দিকে গাজীপুর সিটি করপোরেশন (জিসিসি) নির্বাচন পরবর্তী সংবাদ সম্মেলনে তিনি এ অভিযোগ করেন।এসময় গাজীপুরে পুনরায় নির্বাচনেরও দাবি জানান তিনি।
সংবাদ সম্মেলনে মির্জা ফখরুল বলেন, নির্বাচন কমিশনের মাধ্যমে সরকার গাজীপুর সিটি করপোরেশন নির্বাচনে আমাদের বিজয় ছিনিয়ে নিয়েছে। এদেশে আওয়ামী লীগের অধীনে কোনো নির্বাচন যে গ্রহণযোগ্য হতে পারে না এটা তারই প্রমাণ।
Please follow and like us: