আজকের খেলা (২৭ জুন ২০১৮)
চলছে ফুটবলের মহাযজ্ঞ রাশিয়া বিশ্বকাপ ২০১৮। এই মহাযজ্ঞের লড়াইয়ে আজ চারটি যুদ্ধ অনুষ্ঠিত হবে। আর যুদ্ধে অংশ নেবে ৮টি দেশ।
রাত ৮টায় মুখোমুখি হবে দক্ষিণ কোরিয়া-জার্মানি ও মেক্সিকো-সুইডেন।
রাত ১২টায় মুখোমুখি হবে সার্বিয়া-ব্রাজিল ও সুইজারল্যান্ড-কোস্টারিকা।
জেনে নিন আজকের খেলাসূচি:-
দক্ষিণ কোরিয়া-জার্মানি (রাত ৮টা)
মেক্সিকো-সুইডেন (রাত ৮টা)
সার্বিয়া-ব্রাজিল (রাত ১২টা)
সুইজারল্যান্ড-কোস্টারিকা (রাত ১২টা)
Please follow and like us: