খুলনায় বন্দুকযুদ্ধে ২ মাদক ব্যবসায়ী নিহত
খুলনায় পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে দুই মাদক ব্যবসায়ী নিহত হয়েছেন।
মঙ্গলবার দিবাগত রাত সোয়া ৩টার দিকে মহানগরীর বাগমারা ব্যাংকার্স লেন এলাকায় এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন বাগমারা এলাকার রাজু ও মিস্ত্রিপাড়া খালপাড় এলাকার মানিক শেখ।
ঘটনাস্থল থেকে একটি পাইপগান, দুই রাউন্ড গুলি, ১৫০ পিস ইয়াবা, দু’টি রামদা ও দু’টি ছোরা উদ্ধার করা হয়।
খুলনা সদর থানার এসআই সুভেন্দু বিষয়টি নিশ্চিত করেছেন।
তাদের বিরুদ্ধে হত্যা, মাদক, চাঁদাবাজিসহ পাঁচটি মামলা রয়েছে বলে জানিয়েছে পুলিশ।
Please follow and like us: