গাজীপুরের নগরপিতা হলেন আওয়ামী লীগের জাহাঙ্গীর
গাজীপুর সিটি করপোরেশন নির্বাচনে বেসরকারিভাবে মেয়র নির্বাচিত হয়েছেন আওয়ামী লীগ প্রার্থী জাহাঙ্গীর আলম।
৪২৫টি কেন্দ্রের মধ্যে ৪১৬টিতে তিনি পেয়েছেন ৪ লাখ ১০ ভোট। আর তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির মেয়রপ্রার্থী হাসান উদ্দিন সরকার পেয়েছেন ১ লাখ ৯৭ হাজার ৬১১ ভোট।
এদিকে, নানা অনিয়মের অভিযোগে ৯টি কেন্দ্রের ভোট স্থগিত রয়েছে। বঙ্গতাজ অডিটোরিয়াম থেকে কেন্দ্রীয়ভাবে বিভিন্ন কেন্দ্রের ফলাফল সংগ্রহ ও ঘোষণা করেন রিটার্নিং কর্মকর্তা।
এর আগে মঙ্গলবার সকাল ৮টায় ভোটগ্রহণ শুরু হয়। শেষ হয় বিকেল ৪টায়। এদিকে নির্বাচনে নিয়ে অভিযোগ পাল্টা অভিযোগ করেছেন প্রতিদ্বন্দ্বী প্রার্থীরা।
এই নির্বাচনে অন্তত ১০০টি কেন্দ্র দখল করে নিয়েছে আওয়ামী লীগ- এমন অভিযোগ করেছেন বিএনপির মেয়র প্রার্থী হাসান উদ্দীন সরকার।
অপরদিকে আওয়ামী লীগের মেয়র প্রার্থী জাহাঙ্গীর আলম নির্বাচন শান্তিপূর্ণ ও সুষ্ঠু হয়েছে বলে দাবি করেছেন।
পাশাপাশি নির্বাচন কমিশন থেকে দুপুরে জানানো হয়েছে, সব শেষ অনিয়মের অভিযোগে সাতটি ভোটকেন্দ্র স্থগিত করা হয়েছে। আর একটি কেন্দ্রে আধা ঘণ্টার জন্য ভোটগ্রহণ স্থগিত করা হয়েছিল।
এছাড়া বিএনপির মেয়র প্রার্থী হাসান উদ্দিন সরকার গাজীপুর সিটি নির্বাচন বন্ধের দাবি জানিয়েছেন। প্রায় ১০০ কেন্দ্র থেকে বিএনপির পোলিং এজেন্টদের বের করে দেয়া হয়েছে বলে দাবি তার। তিনি বলেন, আমি নির্বাচন কমিশনের (ইসি) কাছে ভোট বন্ধের দাবি জানাচ্ছি।
এদিকে সকাল থেকেই বিভিন্ন কেন্দ্রে কিছু বিচ্ছিন্ন ঘটনা চোখে পড়লেও বড় ধরনের অপ্রীতিকর কোনও ঘটনা ঘটেনি। তবে ৭টি কেন্দ্রের ভোট স্থগিত করেছে নির্বাচন কমিশন। কেন ওই ৭ কেন্দ্রের ভোট স্থগিত করা হয়েছে এ ব্যাপারে কিছু জানানো হয়নি। দিনের শুরুতে ভোটারদের উপস্থিতি কম থাকলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে কেন্দ্রগুলোতে ভোটারদের উপস্থিতি কিছুটা বাড়তে থাকে। গাজীপুর মহানগরীর কিছু কিছু কেন্দ্রে ভোটারদের দীর্ঘ লাইন দেখা যায়।