সাতক্ষীরা শ্যামনগরে আকস্মিক বজ্রপাতে দুইজন নিহত- আহত ৮
শ্যামনগরের মুসলধরা বৃষ্টির মাঝে আকস্মিক বজ্রপাতে দুইজন নিহত ও ৮ জন আহত হওয়ার ঘটনা ঘটেছে।
আহতদের মধ্যে একজনের অবস্থা আশংকাজনক। নিহতরা হলেন, শ্যামনগরের ইশ্বরীপুর ইউনিয়নের গুমানতলী গ্রামের মজিদ মোল্লার স্ত্রী জান্নাতুন্নেছা )৪৫এবং অপরজন একই গ্রামের শ্রীকান্ত মন্ডলের স্ত্রী জোৎসনা রানী(২৮)।
এঘটনায় মোট ৮ জন আহত হয়েছেন। আহতরা হলেন, গুমানতলী এলাকার আব্দুর রউফের স্ত্রী কুলছুম বিবি (৫৫), গুমানতলী এলাকার মোমিন সরদারের ছেলে আনিছুর রহমান (৩৫), গুমানতলী এলাকার বাবুর আলীর স্ত্রী আনোয়ারা বেগম (২৫), গুমানতলী এলাকার মাদার সরদারের মেয়ে ঝর্ণা খাতুন (৪০), গুমানতলী এলাকার শুকরালীর স্ত্রী আনোয়ারা খাতুন (৪০), গুমানতলী এলাকার মোনতেজের স্ত্রী রহিমা খাতুন (২৮) গুমানতলী এলাকার মোস্তফা আলীর স্ত্রী জানু বেগম( ২২)ও গুমানতলী এলাকার অজিতের স্ত্রী ফুলবাসি (৩৫)।
আহতদের মধ্যে ঘের কর্মচারী গুমানতলী গ্রামের মমিন সরদারের ছেলে আনিসুর সরদারের অবস্থা আশংকাজনক।
এ বিষয়ে শ্যামনগর সদর হাসপাতালের জরূরী বিভাগের কর্তব্যরত চিকিৎসক রেদওয়ান রাইসুল বিষয় টি নিশ্চত করে বলেন , আহতদের প্রত্যেকে শ্যামনগর সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে ।
প্রত্যক্ষদর্শীরা জানায়, সোমবার সকাল থেকে গুমানতলীর একটি ঘেরে কাজ করছিল তারা। একপর্যাযে বজ্র সহ বৃষ্টিপাত বাড়লে তারা ঘেরের রাস্তার উপর অবস্থান নেয়। ঘেরের রাস্তায় অবস্থান নেওয়াা অবস্থায় দুপুর ১২ টার দিকে হঠাৎ বজ্রপাতে এ হতাহতের ঘটনা ঘটে।
শ্যামনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সৈয়দ আব্দুল মান্নান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন ।