সাতক্ষীরা সদরের বৈকারী এলাকায় বজ্রপাতে ঘের মালিক সাজুর মৃত্যু
আজ সোমবার সাতক্ষীরা সদর উপজেলার বৈকারী ইউনিয়নের বিকারী দাঁতভাঙ্গা বিলে নিজস্ব ঘেরে বজ্রপাতে সাজুর( ২৮) অকাল মৃত্যু ।
সে বিকারী এলাকায় আবুল কালামের ছেলে ।
ঘটনা সূত্রে জানা যায় , সাজু সকাল ১০ টায় ঘেরে কাজের সময় সময় হঠাৎ বজ্রপাতে তার মৃত্যু হয় ।
সাতক্ষীরা সদর থানার পুলিশের উপ পরিদর্শক শরিফুল আলম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন ।
Please follow and like us: