পানিবন্দি হয়ে পড়েছে কলারোয়ার বেত্রবতী হাইস্কুল
পানিবন্দী কলারোয়া পৌর সদরের বেত্রবতী আদর্শ মাধ্যমিক বিদ্যালয়। বিদ্যালয়টি ১৯৯৫ সালে প্রতিষ্ঠিত হলেও সবদিক থেকে অবহেলিত রয়ে গেছে। ফলে ক্ষতিগ্রস্ত হচ্ছে সাড়ে ৪শ ছাত্র-ছাত্রীর লেখা পড়ার। জরাজীর্ণ টিনশেডের মধ্যে রোদ-বৃষ্টিতে নিদারুণ কষ্ট ভোগ করে পাঠদান কার্যক্রম চালিয়ে যাচ্ছে অবহেলিত এ প্রতিষ্ঠানটি। এ মুহূর্তে একটি আধুনিক ভবন নির্মাণ ছাড়া ছাত্র-ছাত্রীদের সুষ্ঠু পরিবেশে পাঠদান করা খুবই কষ্টকর হয়ে পড়েছে। বিদ্যালয়ের প্রধান শিক্ষক সাংবাদিক রাশেদুল হাসান কামরুল জানান, বিদ্যালয়টি নীচু এলাকায় হলেও পৌরসভার ড্রেনটি সচল থাকলে জলাবদ্ধতা থাকতো না। এ নিয়ে প্রতিবছর কর্তৃপক্ষকে জানানোর পরে সাময়িক পদক্ষেপ নেয়া হলেও পরবর্তীতে আবারো একই অবস্থার সৃষ্টি হয়। এই অস্বাস্থ্যকর পরিবেশ ও জলাবদ্ধতা শুধু শিক্ষক- শিক্ষার্থীদের পড়াশুনার পরিবেশ ব্যাহত করছে না বরং গোটা এলাকার মানুষকে পানিবন্দী করে ফেলেছে। এমুহূর্তে স্থানীয় সংসদ সদস্য এড. মুস্তফা লুৎফুল্লাহসহ স্থানীয় নেতৃবৃন্দের কাছে বিদ্যালয়ের কোমলমতি শিক্ষার্থীসহ শিক্ষকদের প্রাণের দাবি অচিরেই বিদ্যালয়ে একটি নতুন ভবন নির্মাণের ব্যবস্থা করা হোক। ফিরিয়ে দেয়া হোক শিক্ষার্থীদের পড়ালেখার উপযুক্ত পরিবেশ।