মিশরের হয়ে আর খেলবেন না সালাহ!

 বিশ্বকাপ অভিযান শেষ সালাহদের৷ শেষ ম্যাচ সৌদি আরবের বিরুদ্ধে৷ তবে এর চেয়েও বড় ধাক্কা বোধহয় অপেক্ষা করছে মিশর ফুটবলের জন্য৷ এবার মিশর ছাড়ার কথা ভাবছেন সেদেশের তারকা মহম্মদ সালাহ৷ মিশরের হয়ে সম্ভবত আর খেলবেন না তিনি৷ সম্প্রতি সে সম্ভাবনাও তৈরি হয়েছে৷

দিনকয়েক আগে চেচনিয়ার রাজনৈতিক নেতা রমজান কাদিরভের সঙ্গে সালাহর একটি ছবি ছড়িয়ে পড়ে৷ রাশিয়ার চেচেন প্রদেশেই মিশরের শিবির৷ সেখানেই কাদিরভের সঙ্গে দেখা হয়, ছবিও তোলেন সালাহ৷ এদিকে চেচেন বিদ্রোহে একসময় অতিষ্ঠ ছিল রাশিয়া৷ আলাদা দেশ দাবি করেছিল তারা৷ পুতিন অবশ্য সে বিদ্রোহ শান্ত করেছেন৷ বর্তমানে চেচনিয়াতে পুতিনের ডান হাত রমজান৷ এই বিতর্কিত চেচেন নেতার সঙ্গে সালাহর ছবি ছড়িয়ে পড়তেই বিতর্ক দেখা দেয়৷ মিশরের সংবাদমাধ্যমে ছবিটির অন্য ব্যাখ্যা উঠে আসে৷ বলা হয়, তাহলে কি বিতর্কিত নেতার পাশেই দাঁড়াচ্ছেন মিশর তারকা? অকারণ বিতর্কে বেশ বিরক্ত সালাহ৷ আগেই নিজের বিরক্তি প্রকাশ করেছিলেন৷ এর মধ্যে বিশ্বকাপ স্নপ্নও ভঙ্গ হয়েছে৷ শোনা যাচ্ছে, এরপর আর মিশরে ফেরার পরিকল্পনা নেই তারকার৷ চেচনিয়ার সাম্মানিক নাগরিকত্বও পেয়েছেন সালাহ৷ কাদিরভের সৌজন্যেই তা সম্ভব হয়েছে৷ ইএসপিএন সূত্রে খবর, মিশর ছাড়ারই সম্ভাবনা সালাহর৷ ভবিষ্যতে আর হয়তো তিনি মিশরের হয়ে খেলবেন না৷ সেক্ষেত্রে এই বিশ্বকাপের পর থেকে যেতে পারেন রাশিয়াতেই৷

এর আগেও কাদিরভের পাশে দাঁড়িনো নিয়ে প্রতিক্রিয়া দিয়েছিলেন সালাহ৷ বলেছিলেন, এরকম কোনও ব্যাপার নেই৷ পুরোটাই মিডিয়ার ভুল প্রচার৷ এই অঞ্চলে তাঁরা অতিথি৷ নেতা তাঁকে নৈশভোজে নিমন্ত্রণ জানিয়েছিলেন৷ তাই দেখা করেছিলেন৷ কিন্তু এর সঙ্গে রাজনৈতিক আদর্শ সমর্থনের কোনও প্রশ্ন নেই৷ যদিও তারপরও বিতর্ক থামেনি৷ আর তাতেই তিতিবিরক্ত সালাহ একেবারে মিশর ছাড়ার সিদ্ধান্ত নিয়েছেন বলেই শোনা যাচ্ছে৷

Please follow and like us:
fb-share-icon
Tweet 20

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Social media & sharing icons powered by UltimatelySocial
error

Enjoy this blog? Please spread the word :)