কুশখালী মাঠে ঘৌড়-দৌড় প্রতিযোগিতা অনুষ্ঠিত
সদর উপজেলার কুশখালী মাঠে শুক্রবার বিকাল ৪ টার সময় বদরুজ্জমান খোকার সভাপতিত্বে এক ঘৌড় দৌড় প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এ সময় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জেলা জাতীয় পার্টির সাংগঠনিক ও উপজেলা জাতীয় পার্টির সদস্য সচিব শেখ শরিফুজ্জামান (বিপুল), ইউনিয়ন আওয়ামীলীগের সহ সভাপতি তোহিদুর রহমান, সদর থানা এস,আই রইচউদ্দীন সহ প্রশাসনিক কর্মকর্তা এসময় উপস্থিত ছিলেন। ঘৌড় দৌড় প্রতিযোগিতায় সর্ব মোট ১০ টি ঘোড়া অংশ গ্রহণ করে। প্রতিযোগিতা শেষে ফলাফলের সময় দেখা যায় প্রথম স্থান অধিকার করে সোনাবাড়িায়ার পরিতোষের ”বঙ্গবীর” ঘৌড়া। দ্বিতীয় স্থান অধিকার করে কামারবায়সার আনোয়ার হোসেন ”পঙ্খিরাজ” ঘৌড়াটি। তৃতীয় স্থান অধিকার করে বৈকারির আংগুর আলীর ”বাংলার হিরো” নামক ঘৌড়াটি। প্রথম,দ্বিতীয়,তৃতীয় স্থান অধিকারী ঘৌড়ার মালিককে নগতে ৪০০০/=,৩০০০/=,১০০০/= টাকা করে দেওয়া হয়। এবং বাকী ঘৌড়ার মালিকদের সান্তনা হিসাবে ২০০/= টাকা করে দেওয়া হয়। আয়োজক কমিটির কাছে জানতে চাইলে তারা বলেন পবিত্র ইদুল ফেতর উপলক্ষে মানুষের আনন্দ দেওয়ার জন্য ঘৌড়া ছুট দেওয়া হয়।