পিছিয়ে পড়েও সার্বিয়াকে হারালো সুইজারল্যান্ড
প্রথামার্ধে ১-০ গোলে এগিয়ে গিয়েছিল সার্বিয়া। এতে জয়ের স্বপ্ন দেখছিল দলটি! কিন্তু না, দ্বিতীয়ার্ধে দুর্দান্ত কামব্যাকে সার্বিয়ানদের স্বপ্ন ভেঙে খানখান করে দিলেন সুইসরা। এ অর্ধে একচেটিয়া খেলে গেলেন তারা। মুহুর্মুহু আক্রমণে প্রতিপক্ষ শিবিরে ছড়ালেন ত্রাস। ফলও নিজেদের অনুকূলে নিয়ে ফিরলেন।
ফিরতি লড়াইয়ে সার্বিয়াকে ২-১ গোলে হারিয়েছে সুইজারল্যান্ড। দেয়ালে পিঠ ঠেকে যাওয়ার পর কীভাবে ঘুরে দাঁড়াতে হয়, এর মাধ্যমে যেন তাই চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিল শক্তিশালী ব্রাজিলকে রুখে দেয়া দলটি।
এ জয়ে দ্বিতীয় রাউন্ডের পথে এগিয়ে গেল সুইজারল্যান্ড। আর ঝুলে গেল সার্বিয়ার ভাগ্য।
কালিনিনগ্রাদে মুখোমুখি হয় সার্বিয়া-সুইজারল্যান্ড। শুরুতেই সুইসদের ওপর ঝাঁপিয়ে পড়ে সার্বিয়া। এর ফলও হাতেনাতে পায় দলটি। ৫ মিনিটেই তাদের লিড এনে দেন অ্যালেকসান্দার মিত্রভিচ।
পিছিয়ে পড়ে আক্রমণের ধার বাড়ায় সুইজারল্যান্ড। ফলে খেলাও গতি পায়। ঘন ঘন আক্রমণে সার্বিয়ানদের ঠেসে ধরেন সুইসরা। বেশ কটি ভালো সুযোগও পায় তারা।
সবচেয়ে বড় সুযোগ পায় ৩১ মিনিটে। তবে গোলরক্ষককে একা পেয়েও জালে বল জড়াতে পারেননি ফাবিয়ান স্কার। শেষ পর্যন্ত ১-০ গোলে পিছিয়ে থেকে মাঠ ছাড়তে হয় তাদের।