শ্যামনগরে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু
শ্যামনগরে পুকুরে পানিতে ডুবে দ্বীপ মন্ডল (২) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। আজ বৃহস্পতিবার দুপুর ১২ টার দিকে উপজেলা সদর ইউনিয়নের যাদবপুর গ্রামে এ দুর্ঘটনা ঘটে। দ্বীপের বাবা অনাধী মন্ডল জানান, দুপুরের দিকে বাড়ির সবাই কাজে ব্যস্ত ছিল। বাড়ির আঙিনায় খেলার সময় পার্শ্ববর্তী পুকুরের পানিতে পড়ে দ্বীপ ডুবে যায়। অনেকক্ষণ খোঁজাখুঁজির পর পুকুর হইতে দ্বীপের ভাসমান মরদেহ উদ্ধার করা হয়। শ্যামনগর থানার ওসি সৈয়দ মান্নান আলী ঘটনার সত্যতা নিশ্চিত করেন। একমাত্র যক্ষের ধনের মৃত্যুতে পরিবারের সবাই শোকে পাথর ।
Please follow and like us: