হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে পাটকেলঘাটা থানার ওসির মৃত্যু
সাতক্ষীরার পাটকেলঘাটা থানার অফিসার ইনচার্জ (ওসি) রিয়াজুল ইসলাম (৫০) হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে ইন্তেকাল করেছেন। (ইন্নালিল্লাহি..রাজেউন)। বুধবার বেলা ১০.৪০ মিনিটে ফরিদপুর বাসস্ট্যান্ড এলাকায় বুকে অনুভব করে তিনি রিকক্সা থেকে পড়ে যান। এরপর ফরিদপুর হার্ড ফাউন্ডেশনে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষনা করেন।
ঘটনাস্থল থেকে ফরিদপুর কতোয়ালী থানার অফিসার ইনচার্জ (ওসি) এএফএম নাসিম জানান, ফরিদপুর বাসস্ট্যান্ড এলাকায় ওসি রিয়াজুল ইসলাম রিকক্সা থেকে পড়ে যান। পরবর্তীতে স্থানীয়রা তাকে উদ্ধার করে ফরিদপুর হার্ড ফাউন্ডেশনে নিয়ে আসলে কর্তব্যরত ডাক্তার মৃত ঘোষণা করেন।
জানা গেছে, গত সোমবার তিনি ছুটি নিয়ে শশুর বাড়ি ফরিদপুর গিয়েছিলেন। আজ বুধবার কর্মস্থল পাটকেলঘাটা থানায় যোগদান করার কথা ছিলো। তার গ্রামের বাড়ি ঝিনাইদহ জেলার শৈলকূপা উপজেলায়। তিনি এক ছেলে ও এক মেয়ের জনক।