কলারোয়ার জামাইয়ের হাতে শ্বশুর নিহত
সাতক্ষীরার কলারোয়ার জামাই-শ্বশুরের ধস্তাধস্তিতে শ্বশুর আবুল কাশেম(৭৫) নিহত হয়েছেন। এ ঘটনায় জামাই আব্দুল জলিল(৪০)কে আটক করেছে কলারোয়া থানা পুলিশ।
সোমবার রাত সাড়ে ১০টার দিকে কলারোয়ার লক্ষীখোলা এলাকায় এ ঘটনা ঘটে।
আটক আব্দুল জলিল কলারোয়ার কাজিরহাট গ্রামের হামিদ বিশ্বাসের ছেলে এবং নিহত আবুল কাশেম লক্ষীখোলা গ্রামের মৃত করিম গাজীর ছেলে।
পরিবারের বরাত দিয়ে কলারোয়া থানার পুলিশ পরিদর্শক(তদন্ত) জিয়াউর রহমান বলেন, মাসখানেক আগে স্বামীর সাথে পারিবারিক বিরোধের জেরে নিহতের মেয়ে বাবার বাড়ি লক্ষীখোলা গ্রামে চলে আসে। গতকাল স্ত্রীকে নিতে জামাই আব্দুল জলিল শ্বশুর বাড়িতে আসে। এসময় জামাই ও শ্বশুরের কথাকাটির এক পর্যায়ে জামাই শ্বশুরকে ধাক্কা দেয়। সাথে সাথে শ্বশুর পাশের পাকা দেয়ালে ধাক্কা খেয়ে পড়ে গিয়ে ঘটনাস্থলেই মারা যায়।
তিনি আরো বলেন, এ ঘটনায় জামাই আব্দুল জলিলকে আটক করা হয়েছে এবং লাশ ময়নাতদন্তের জন্য সাতক্ষীরা সদর হাসপাতালে প্রেরণ করা হয়েছে। নিহতের ছেলে শহিদুল ইসলাম বাদি হয়ে কলারোয়া থানায় একটি মামলা করেছে।