মেসি সম্পর্কে তিন তথ্য, জানলে হাসতেই হবে!
বিশ্ববাসী তাকে ‘লেজেন্ড’ বলেই ডাকেন। ফুটবল জগতের নক্ষত্রও। নাম লিওনেল মেসি। এই মেসির এক বন্ধু হুয়ান লেগুইযামো। আর্জেন্টিনার রোজারিও শহরে কিশোর মেসির একটি খেলা সম্পর্কে মজার গল্প বলছিলেন তিনি। যার থেকে আমরা জানতে পারি ছোটবেলার মেসি সম্পর্কে।
যে খেলার গল্প তিনি করছিলেন, সেই খেলায় পুরস্কার ছিল বাইসাইকেল। খেলা শুরু হয়েছে কিন্তু মেসির দেখা নেই। লেগুইযামো বলছিলেন, খেলার প্রথমার্ধ শেষ হল। আমরা ১-০ গোলে পিছিয়ে আছি। তখন এলো মেসি। ঘটনা হল বাথরুমে আটকে পড়েছিল মেসি। দরজা ভেঙে বের হয়ে তারপরে সে এসেছিল। ঐ খেলায় আমরা ৩-১ গোলে জিতেছিলাম। মেসি একাই করেছিল তিন গোল।
মেসিকে নিয়ে আরেকটি মজার গল্প হল ১৩ বছর বয়সে যখন তিনি বার্সেলোনা অ্যাকাডেমিতে যোগ দিয়েছিলেন, তখন ব্যাপকভাবে কোকাকোলা ভক্ত ছিলেন মেসি। সে এতটাই বেশি কোকাকোলা পান করেছিলেন যে বাধ্য হয়ে কোকাকোলার সব ভেন্ডিং মেশিন সরিয়ে ফেলতে বাধ্য হয়েছিল বার্সেলোনা অ্যাকাডেমি।
বার্সেলোনার সঙ্গে তার প্রথম চুক্তি হয়েছিল একটি টিস্যু পেপারে। কারণ তখন চারপাশে কোন কাগজ ছিল না। ক্লাবটির একজন প্রতিনিধি তার সঙ্গে সাক্ষাতের পরপরই কোনো ধরনের অপেক্ষা না করে চুক্তি করে ফেলতে চেয়েছিলেন।