নলতায় ২ কৃতি সন্তানকে সংবর্ধনা প্রদান
৩৭ তম বিসিএস পরীক্ষা উত্তীর্ণ হয়ে সাতক্ষীরা জেলার কালিগঞ্জ উপজেলার নলতা শ্রী রবিন কর্মকারের ছেলে তাপস কর্মকার সহকারী পুলিশ সুপার ও আস্কারপুর গ্রামের করিমুল্লাহ সরদারের ছেলে আব্দুল মালেক সহকারী কমিশনার (নির্বাহী ম্যাজিস্ট্রেট) নির্বাচিত হওয়ায় এলাকাবাসীর আয়োজনে সোমবার বিকাল ৪ টায় নলতা শরীফ টাউনপাড়ায় সাতক্ষীরা-৩ আসনের সংসদ সদস্য আলহাজ্জ অধ্যাপক ডাঃ আফম রুহুল হক’র বাসভবনে সংবর্ধনা প্রদান করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নলতা শরীফ ফ্যান্স ক্লাবের প্রতিষ্ঠাতা ও নলতা ইউনিয়ন আ’লীগের সহ-সভাপতি সমাজ সেবক মোঃ তারিকুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে ছিলেন, নলতা আহ্ছানিয়া মিশন রেসিডেন্সিয়াল কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ তোফায়েল আহমদ, নলতা সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আনোয়ারুল হক, প্রভাষক মানস চক্রবর্তী, প্রভাষক অনন্ত কুমার, বিশিষ্ট ব্যবসায়ী আজমল হোসেন, বিদেশী শপ’র চেয়ারম্যান নাজমুল হাসান। কালিগঞ্জ উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক ফিরোজ শাহরিয়ারের সঞ্চালনায় অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, নলতা ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম, নলতা আহ্ছানিয়া মিশন রেসিডেন্সিয়াল কলেজ ছাত্রলীগের সভাপতি মামুল হোসেন প্রমূখ।