কাশিমাড়ীতে কৃতি শিক্ষার্থীদের সম্মাননা ও পুরুস্কার বিতরণ
ফুলের মত ফুটবো মোরা আলোর ন্যায় ছুটবো, জ্ঞানের আলো সাথে নিয়ে দেশটাকে গড়বো – এই প্রতিপাদ্য কে সামনে রেখে শংকরকাটি সততা সংগঠনের উদ্যোগে সোমবার বিকাল ৪ টায় শ্যামনগর উপজেলার শংকরকাটি বাজার চত্তরে ২০১৮ সালের এসএসসি ও দাখিল পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সম্মাননা ও পুরুস্কার বিতরনী অনুষ্ঠিত হয়েছে।
শংকরকাটি সততা সংগঠনের সভাপতি মুহাঃ আলমগীর হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কাশিমাড়ী ইউপি চেয়ারম্যান এস.এম আব্দুর রউফ।
সততা সংগঠনের সদস্য তানভীর হোসেনের সঞ্চালনায় এসময় অন্যান্যদের মধ্যে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কাশিমাড়ী ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক এস.এম আবুল হোসেন, কাশিমাড়ী আইডিয়াল স্কুল এ্যান্ড কলেজের অধ্যক্ষ এস.এম আব্দুল হাই, ঢাকা মেগা সিটি কলেজের বাংলা বিভাগের প্রধান সায়দুল ইসলাম, নর্দান ইউনিভার্সিটির সিএসই বিভাগীয় প্রধান রবিউল ইসলাম , বিশিষ্ট সমাজসেবক আলহাজ্ব মাস্টার সওকাত হোসেন প্রমুখ।
এ সময় এলাকার সুশীল সমাজের ব্যক্তিবর্গ, অভিভাবকবৃন্দ, সংবর্ধিত শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন।এতে ১২ জন কৃতি শিক্ষার্থীর হাতে সম্মাননা স্মারক ও পুরুস্কার তুলে দেওয়া হয়।