আশাশুনিতে পেট্রোলে আগুন লেগে দোকান ভস্মীভূত ॥ অগ্নিদগ্ধ- ৫
আশাশুনি উপজেলার বড়দল ইউনিয়নের গোয়ালডাঙ্গা গ্রামে পেট্রোলে আগুন লেগে দোকান ভস্মীভূত হয়ে গেছে। ৫ জন অগ্নিদগ্ধ হয়েছে। আগুনে ৫ লক্ষাধিক টাকার মালামাল পুড়ে গেছে।
গোয়ালডাঙ্গা গ্রামের অজিয়ার মোড়লের পুত্র মিজানুর রহমান রাস্তার পাশে দোকানে মুদি মালামাল ও পেট্রোল বিক্রয় এবং পাশের ঘরে ভাংড়ীর মালামাল রেখে দীর্ঘ দিন ব্যবসা করে আসছেন। সোমবার রাত্র সোয়া ৮ টার দিকে ব্যবসায়ী মিজানুর ড্রাম থেকে পটে (বোতলে) পেট্রোল ঢালছিলেন। এসময় বিদ্যুৎ সংযোগ না থাকায় অবুঝ মিজানুর ল্যাম্প জালিয়ে দেখছিলেন। এসময় পেট্রোলের পাত্রে আগুন লেগে গেলে মুহূর্তের মধ্যে সমস্ত ঘরে আগুন লেগে যায়। এবং মিজানুর, তার স্ত্রী পারুল, কন্যা মরিয়ম (৮) ও পুত্র ইদ্রিস (৪) আগুনে জ¦লতে থাকেন। অপর পুত্র ইসমাইল (১৪) তাদেরকে উদ্ধারে গিয়ে সেও অগ্নিদগ্ধ হয়। পাশের লোকজন দ্রুত পানি দিয়ে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে। খবর পেয়ে সাতক্ষীরা ও কালিগঞ্জ থেকে দু’টি অগ্নি নির্বাপক দল সেখানে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। মারাত্মক অগ্নিদগ্ধ মিজানুর, পারুল, মরিয়ম ও ইদ্রিসকে খুলনা হাসপাতালে বার্ন ইউনিটে ভর্তি করা হয়েছে। মরিয়ম ও ইদ্রিসের অবস্থা খুবই আশংকাজনক। অগ্নিকান্ডে কমপক্ষে ৫ লক্ষ টাকার মালামাল পুড়ে গেছে।