শ্যামনগর প্রেসক্লাবে ইফতার মাহফিল দোয়া অনুষ্ঠিত
শ্যামনগর উপজেলা প্রেসক্লাবের আয়োজনে ইফতার মাহফিলে আলোচনা ও দোয়া অনুষ্ঠিত হয়েছে। আজ ২৬ রমজান মঙ্গলবার বিকালে প্রেসক্লাব চত্বরে প্রেসক্লাবের সভাপতি আকবর কবীরের সভাপতিত্বে সাধারণ সম্পাদক জাহিদ সুমনের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য এস এম জগলুল হায়দার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা র্নিবাহী অফিসার মোঃ কামরুজ্জামান, উপজেলা ভারপ্রাপ্ত চেয়ারম্যান মহসীন উল মুলক, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সুজন সরকার, থানা অফিসার ইনচার্জ সৈয়দ মান্নান আলী, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আতাউল হক দোলন, যুগ্ম সাধারণ সম্পাদক পিপি ইউপি চেয়ারম্যান এ্যাড. জহুরুল হায়দার বাবু, উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা ফারুক হোসাইন সাগর, উপজেলা কৃষি অফিসার মোঃ আবুল হোসেন, ওসি তদন্ত শরিফুল ইসলাম, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সেলিম খান, বিআরডিবি কর্মকর্তা সোহেল রানা, অধ্যক্ষ জুলফিকার আল মেহেদী লিটন, নওয়াবেঁকী গণমুখী ফাউন্ডেশনের চেয়ারম্যান লুৎফর রহমান, উপজেলা গ্রাম ডাক্তার সমিতির সভাপতি আকবর হোসেন সহ সুশীল সমাজ, সাংবাদিক, রাজনৈতিক নেতৃবৃন্দ, উপজেলা বিভিন্ন দপ্তরের সরকারী বেসরকারি কর্মকর্তাগণ, বিভিন্ন ইউপি চেয়ারম্যানের নেতৃবৃন্দ, শিক্ষক মন্ডলী, ব্যবসায়ী বৃন্দ উপস্থিত ছিলেন। ইফতার পূর্ব দোয়া মাহফিলে দোয়া পরিচালনা করেন কোট মসজিদের পেশ ইমাম মুফতি মাওঃ আব্দুল খালেক।