তালায় জমে উঠেছে ঈদের কেনাকাটা-ব্যস্ত ব্যবসায়ীরা !
তালা বাজারে জমে উঠেছে ঈদের কেনাকাটা। ব্যস্ততার ভেতর সময় কাটাচ্ছো তালা বাজারের ব্যবসায়ীরা। বাজারের দু’ধারের দোকান গুলো সহ সুপার মার্কেট গুলোতে রয়েছে কাস্টমারের উপচে পড়া ভীড়।
সরেজমিনে গিয়ে দেখা যায়- ‘তালা বাজারের কাপড়ের দোকান, জুতার দোকান, সিট কাপড়ের দোকান সহ কর্সমেটিকস’র দোকান গুলোতে কাস্টমারের উপচে পড়া ভীড়। কাপড় ব্যবসায়ী মীম বস্ত্রালয়ের মালিক জাকির হোসেন বলেন- ‘অন্যবারের তুলনায় এবার অনেক বেচাকেনা ভালো।’ তালার সুপার মার্কেটের রাজ বস্ত্রালয়ের মালিক রাজু আহম্মেদ রাজু জানান- ‘অন্যবারের তুলনায় নিত্য নতুন ডিজাইনের সম্ভার হয়েছে, বিশেষ করে মেয়েদের নতুন নতুন বোরকা সহ অনেক সম্ভার হয়েছে ফলে বেচাকেনাও ভালো। জুতা পট্টির শিমুল জানান- ‘নিত্যনতুন মডেলের জুতার চাহিদা অনুযায়ী তারা কাস্টমার মন জয় করার মতো হরেক রকম ডিজাইনের জুতা নিয়ে এনেছে। কেনাবেচা মোটামুটি ভালো। কাস্টমাররা জানান- ‘প্রচুর গরম ও রোজা রেখে কষ্ট হলেও কিনতে হচ্ছে পছন্দের কাপড়, জুতা, কসমেটিকসসহ ইত্যাদি। প্রিয়জনের মুখে হাসি ফুটাতে কেনাকাটা করছেন এ দোকান থেকে অন্যদোকানে। তবে কেনাকাটা করতে আসা স্কুল ছাত্রী তারিন তাসমিন তুলি জানান, দোকানের কাপড় পছন্দ হলেও দামাদাম নিয়ে রয়েছে অনেক সংঘাত। এজন্য ছুটতে হচ্ছে এক দোকান থেকে অন্য দোকানে। তবে কোনকোন দোকানদাররা পছন্দের জিনিস গুলোতে সুযোগ বুঝে বেশি দাম নিচ্ছে ।