চট্টগ্রামে বাস-মাইক্রো সংঘর্ষে নিহত দুই
চট্টগ্রামে বাস ও মাইক্রোর সংঘর্ষে নারীসহ দুইজন নিহত হয়েছেন।
শনিবার সকাল সাড়ে ৭টার দিকে সাতকানিয়া উপজেলার কেরানিহাট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
এ সময় আহত হয়েছেন পাঁচজন।
নিহতরা হলেন- সাতকানিয়ার আবদুর রাজ্জাক এবং অজ্ঞাত এক নারী।
ফায়ার সার্ভিসের উপ সহকারী পরিচালক মো. জসীমউদ্দিন বিষয়টি ডেইলি বাংলাদেশকে নিশ্চিত করেছেন।
তিনি জানান, আহতদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।
জানা গেছে কক্সবাজারগামী সেন্টমার্টিন পরিবহনের সঙ্গে চট্টগ্রামমুখী একটি মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষ হয়।
Please follow and like us: