সাতক্ষীরা জেলা পরিষদের অর্থায়নে বাঁকাল মধ্যপাড়া দারুস সালাম জামে মসজিদে ৬টি এসি প্রদান
প্রেস বিজ্ঞপ্তি :
সাতক্ষীরা জেলা পরিষদের অর্থায়নে বাঁকাল মধ্যপাড়া দারুস সালাম জামে মসজিদে ৬টি এসি প্রদান করা হয়েছে। শুক্রবার বাদ জুম্মা প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে ৩লক্ষ ২ হাজার টাকা মূল্যের ৬টি এসি’র রিমোর্ট হস্তান্তর করেন জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান সৈয়দ আমিনুর রহমান বাবু।
এসময় উপস্থিত ছিলেন, বাঁকাল মধ্যপাড়া দারুস সালাম জামে মসজিদের খতিব মাও. আনোয়ারুল ইসলাম, মসজিদের ইমাম হাফেজ আলী হোসেন, মুয়াজ্জিন আব্দুল আব্দুল গফুর, কমিটির সদস্য আনছার আলী গাজী, জাহাঙ্গীর হোসেন, কোষাধ্যক্ষ আব্দুল্লাহ আল মামুন, মুসল্লি আব্দুল হান্নান গাজী, শামসুর রহমান, ইউনুস আলী, আবু তালেব, আব্দুল লতিফ, আলহাজ্ব আফসার আলী, আব্দুল গফফার, শওকত আলী, আরশাফ আলীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।
এসময় জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান বলেন, সাতক্ষীরা জেলা পরিষদ জেলার বিভিন্ন এলাকার মসজিদ মন্দিরসহ ধর্মীয় প্রতিষ্ঠানে আর্থিক সাহার্য্যের মাধ্যমে ধর্মপ্রাণ মানুষের জন্য কাজ করে যাচ্ছে। এরই ধারাবাহিকতায় বাঁকাল মধ্যপাড়া দারুস সালাম জামে মসজিদের মুসল্লিদের সুষ্ঠু সুন্দরভাবে নামাজ আদায়ের জন্য এ উদ্যোগ গ্রহণ করা হয়।
এ সময় মুসল্লিরা জেলা পরিষদের এ উদ্যোগকে স্বাগত জানিয়ে কৃতজ্ঞতা প্রকাশ করেন।