শ্যামনগরে পৃথক সড়ক দূর্ঘটনায় স্কুলছাত্রীসহ নিহত দুই
সাতক্ষীরার শ্যামনগর উপজেলায় পৃথক সড়ক দূর্ঘটনায় এক স্কুলছাত্রীসহ ২ জন নিহত হয়েছেন। বৃহস্পতিবার সকালে বংশীপুরের সোনারমোড় ও কাশিমারীর বল্লারটোপ এলাকায় এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন, শ্যামনগরের সোনাখালীর মৃত ময়নুদ্দীনের মেয়ে আশামনি(৬) ও কাশিমারীর বল্লারটোপ গ্রামের মৃত ফকির মিস্ত্রিও ছেলে ওমর আলী মোল্যা।
স্থানীয়সূত্রে জানা যায়, বৃহস্পতিবার সকাল ৯টার দিকে শ্যামনগরের বংশীপুরের সোনারমোড় নামক স্থানে দ্রুত গতির ট্রলির চাকা খুলে যেয়ে আশামনির গায়ে লাগে। মারাত্মক আহতাবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার কে শ্যামনগর স্বাস্থ কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এছাড়া কাশিমাড়ীতে মোটর সাইকেলের ধাক্কায় পথচারী ওমর আলী(৬০) ঘটনাস্থলেই নিহত হয়।
স্থানীয়রা জানান, সকাল ১০ টার দিকে শ্যামনগর উপজেলার কাশিমাড়ীর বোল্লারটোপ মৎস্য সেট সংলগ্ন রাস্তা অতিক্রম করার সময় মটর সাইকেলের ধাক্কায় ওমর আলী ঘটনাস্থলে নিহত হয়। তবে মোটর সাইকেল চালক নুরুল আমিন পালিয়ে যায়
শ্যামনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সৈয়দ মান্নান আলী ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।