আমেরিকাকে ‘দায়িত্বজ্ঞানহীন’ বক্তব্য দিতে কেউ ডাকেনি: চীন
ডি এস ডস্ক: দক্ষিণ চীন সাগরে বেইজিং তার প্রতিবেশীদের ‘ভয় দেখাচ্ছে’ বলে ওয়াশিংটন যে অভিযোগ করেছিল তাকে ‘দায়িত্বজ্ঞানহীন’ বলে অভিহিত করেছে চীন। একজন শীর্ষস্থানীয় চীনা জেনারেল বলেছেন, ‘নিজের ভূখণ্ডে’ যেকোনো ধরনের সেনা ও সমরাস্ত্র মোতায়েনের অধিকার বেইজিং-এর রয়েছে।
মার্কিন প্রতিরক্ষামন্ত্রী জেমস ম্যাটিস শনিবার (২ জুন) সিঙ্গাপুরে নিরাপত্তা বিষয়ক এক সম্মেলনে অভিযোগ করেছিলেন, চীন সরকার দক্ষিণ চীন সাগরে সামরিক তৎপরতা চালিয়ে প্রতিবেশী দেশগুলোকে ভয় দেখাচ্ছে।
সম্মেলনে বক্তব্য রাখতে গিয়ে চীনা লে. জেনারেল হি লেই বলেছেন, অন্য দেশের পক্ষ থেকে যেকোনো ধরনের দায়িত্বজ্ঞানহীন বক্তব্য বেইজিং-এর কাছে গ্রহণযোগ্য নয়। আমেরিকাকে কেউ এ ধরনের বক্তব্য দিতে এখানে ডাকেনি বলে তিনি মন্তব্য করেন।
চীনা জেনারেল আরো বলেন, জাতীয় প্রতিরক্ষা নীতির আওতায় দক্ষিণ চীন সাগরে সামরিক তৎপরতা চালাচ্ছে বেইজিং। অন্য কেউ যাতে ওই এলাকায় আগ্রাসন চালাতে না পারে সে লক্ষ্যে সেখানে সেনা ও সমরাস্ত্র মোতায়েন করা হয়েছে বলে জানান জেনারেল হি লেই।
তিনি বলেন, নিজের ভূখণ্ডে সেনা ও সমরাস্ত্র মোতায়েনের অধিকার বিশ্বের যে কোনো দেশের রয়েছে।
দক্ষিণ চীন সাগরকে নিজের অবিচ্ছেদ্য অংশ বলে মনে করে বেইজিং; যদিও ওই এলাকার ওপর মালিকানা দাবি করছে আরো পাঁচটি দেশ। চীনকে মোকাবিলা করার উদ্দেশ্যে এই বিতর্কে বাকি পাঁচ দেশের পক্ষে অবস্থান নিয়েছে সাম্রাজ্যবাদী আমেরিকা।