দেবহাটায় জামায়াতের গোপন বৈঠকের অভিযোগে ২ পুরুষসহ ৩৪ নারী আটক
বিশেষ প্রতিনিধি: জামায়াতের গোপন বৈঠকের অভিযোগে ৩৪ জন নারী ও ২ জন পুরুষকে আটক করেছে সাতক্ষীরার দেবহাটা থানা পুলিশ। শনিবার দুপুরে আটেকের এ ঘটনা ঘটে। বর্তমানে আটককৃতরা থানা হেফাজতে রয়েছেন।
স্থানীয়রা বলেন, দেবহাটা উপজেলার সখিপুর গ্রামের মৃত মোহর আলীর ছেলে মহিউদ্দীনের বাড়ি জামায়াতের গোপন বৈঠক হচ্ছে এমন গোপন সংবাদের ভিত্তিতে শনিবার দুপুরে দেবহাটা থানা পুলিশ সেখানে অভিযান চালায়। এ সময় থেকে বাড়িওয়ালার স্ত্রী জেবুন্নেছা সহ ৩৪ জন মহিলা ও ২ জন পুরুষকে আটক করা হয়। আটককৃতরা সবাই দেবহাটা উপজেলার সখিপুর, পারুলিয়া, কুলিয়া ও গাজীরহাট এলাকার বাসিন্দা বলে স্থানীয়রা ধারণা করছেন।
দেবহাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কাজী কামাল হোসেন বলেন, আটককৃতদের জিজ্ঞাসাবাদ চলছে। জিজ্ঞাসাবাদ শেষে মূল রহস্য উৎঘাটন করা সম্ভব হবে।
Please follow and like us: