কলারোয়ায় দুর্নীতিবিরোধী মতবিনিময় সভা ও ইফতার মাহফিল
কামরুল হাসান, কলারোয়া:
সাতক্ষীরার কলারোয়া সরকারি প্রাইমারি স্কুল সম্মেলন কক্ষে শনিবার বিকেলে এক দুর্নীতিবিরোধী মতবিনিময় সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটি আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মনিরা পারভীন। বিশেষ অতিথি ছিলেন কলারোয়া সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ প্রফেসর আবু নসর, জেলা প্রাথমিক সহকারী শিক্ষা অফিসার মহিউদ্দিন। মতবিনিময় সভায় বক্তারা সমাজের সকল স্তরে দুর্নীতিবিরোধী চেতনার বিকাশ ঘটানোর আহবান জানান। দেশের উন্নয়ন, প্রগতি ও সফলতার ধারা অব্যাহত রাখতে দুর্নীতিকে ‘না’ বলতে হবে। উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি প্রধান শিক্ষক আখতার আসাদুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠিত এ মতবিনিময় সভায় স্বাগত বক্তব্য দেন উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক প্রধান শিক্ষক মুজিবুর রহমান। অনুষ্ঠানে আলোচনা করেন ও উপস্থিত ছিলেন উপজেলা সমবায় কর্মকর্তা নওশের আলি, উপজেলা সহকারী মাধ্যমিক শিক্ষা অফিসার হারুন-অর-রশিদ, কলারোয়া পাবলিক ইনস্টিটিউট’র সাধারণ সম্পাদক এড. শেখ কামাল রেজা, উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি প্রধান শিক্ষক আমান উল্লাহ আমান, উপজেলা মাধ্যমিক শিক্ষক কর্মচারী কল্যাণ সমিতির সভাপতি প্রধান শিক্ষক হরি সাধন ঘোষ, কলারোয়া প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক প্রধান শিক্ষক রাশেদুল হাসান কামরুল, প্রধান শিক্ষক রুহুল আমিন, প্রধান শিক্ষক আব্দুল আলিম, প্রধান শিক্ষক শামসুল হক, ক্রীড়া ব্যক্তিত্ব শেখ শাহাজাহান আলি শাহিন, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সহ-সভাপতি লতিফা আখতার, নির্বাহী সদস্য জাহিদুর রহমান খান চৌধুরী, সাংবাদিক শেখ জুলফিকারুজ্জামান জিল্লু, সহকারী অধ্যাপক এএইচএম কামরুজ্জামান পলাশ, সহকারী অধ্যাপক জামিল আক্তার, কামরুল ইসলাম সাজু, শিক্ষক আরিফুজ্জামান কাকন, আব্দুল ওহাব মামুন, অনুপ কুমার, সিরাজুল ইসলাম, সোহেল হোসেন, সাংবাদিক এমএ সাজেদ, ফিরোজ জোয়ার্দ্দার, আসাদুজ্জামান আসাদ প্রমুখ। ইফতারপূর্ব দোয়া অনুষ্ঠান পরিচালনা করেন মাওলানা আসাদুজ্জামান ফারুকী।