কাশিমাড়ীতে ৪০০ কেজি পুশকৃত বাগদা চিংড়ী জব্দ, আটক ১
কাশিমাড়ী প্রতিনিধি:
সাতক্ষীরার শ্যামনগর উপজেলায় অপদ্রব্য পুশ করার দায়ে ৪০০ কেজি বাগদা চিংড়ি জব্দ করেছেন ভ্রাম্যমাণ আদালত।
আজ শনিবার দুপুর ১ টার দিকে উপজেলার কাশিমাড়ী ইউনিয়নে মোবাইল কোর্ট পরিচালনাকালে এসব বাগদা চিংড়ি জব্দ করেন উপজেলা প্রশাসন।
শ্যামনগর উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারি কমিশনার (ভূমি) সুজন সরকার এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।
এ সময় তার সঙ্গে ছিলেন উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা ফারুক হোসাইন সাগর, উপজেলা স্যানিটারি অফিসার বিকাশ সরকার, স্থানীয় ইউপি সদস্য সহ র্যাব-৬ (মুন্সিগঞ্জ ক্যাম্প) এর কর্তব্যরত কয়েকজন কর্মকর্তা।
মোবাইল কোর্ট পরিচালনাকালে পূর্ব কাশিমাড়ীতে অবস্থিত চিংড়ী আড়তে অভিযান পরিচালনা করা হয়।
অভিযানে বাগদা চিংড়ী অপদ্রব্য পুশকালে নুর মোহাম্মদ নামের একজনকে আটক করা হয়। আটককৃত ব্যক্তিকে ১(এক) মাসের বিনাশ্রম কারাদ- দেয়া হয়। এছাড়া প্রায় ৪০০ কেজি পুশকৃত বাগদা চিংড়ি জব্দ করা হয়। পরবর্তীতে জব্দকৃত বাগদা চিংড়ি শ্যামনগর উপজেলা নির্বাহী অফিসার মো. কামরুজ্জামান কামাল এর উপস্থিতিতে আগুনে পুড়িয়ে মাটি চাপা দেওয়া হয়।