কালিগঞ্জে স্কুল শিক্ষকের আত্মহত্যা
মো আরাফাত আলী :
সাতক্ষীরার কালিগঞ্জে স্কুল শিক্ষক মিঠুন নন্দী গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে। সে উপজেলার বিষ্ণুপুর ইউনিয়নের চাঁচাই গ্রামের রাম চন্দ্র নন্দীর ছেলে। পারিবারিক সুত্রে জানাগেছে, মিঠুন নন্দী(২৭) গত শনিবার রাত ১টার সময় গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে।
স্থানীয় ও থানা সুত্রে জানা যায়, মিঠুন নন্দী পাশ্ববর্তী চৌমুহুনী আছিয়া লুৎফর প্রিপারেটরি স্কুলের সহকারী শিক্ষক হিসাবে কর্মরত ছিলেন। তিনি রাত বাড়ি থেকে বের হয়ে রশির সাহায্যে বাড়ির পাশে লিচু গাছে গলায় ফাঁস দেয়। পরবর্তীতে বাড়ির লোকজন বুঝতে পেরে মিঠুন নন্দির মরদেহ রশি থেকে মাটিতে নামিয়ে বাড়িতে নিয়ে আসে। মাথার ভারসাম্য নষ্ট হওয়ায় আত্মহত্যার পথ বেছে নিয়েছে মিঠুন এমনটা বললেন পরিবারের সদস্যরা।
কালিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হাসান হাফিজুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান খবর পেয়ে থানা থেকে ঘটনাস্থলে গেলেও পরিবারের পক্ষ থেকে কোন অভিযোগ না থাকায় মরদেহ শেষকীর্তের অনুমতি দেওয়া হয়েছে।মিঠুন নন্দীর মৃত্যুতে পিতা মাতা, আত্মীয়-স্বজন, স্কুলের শিক্ষক, শিক্ষার্থীসহ এলাকার সর্বস্তরে শোকছায়া বিরাজ করছে।