সাতক্ষীরা জেলা জমঈয়তে আহলে হাদীসের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত
প্রেস বিজ্ঞপ্তি:
সাতক্ষীরা জেলা জমঈয়তে আহলে হাদীসের উদ্যোগে ইফতার মাহফিল ও প্রতিনিধি সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সাতক্ষীরা শহর জমঈয়তে আহলে হাদীস জামে মসজিদে দিনব্যাপি অনুষ্ঠিত প্রতিনিধি সম্মেলন ও ইফতার মাহফিলে সভাপতিত্ব করেন জেলা সভাপতি এ.এস.এম ওবায়দুল্লাহ গযনফর। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, সাতক্ষীরা জেলা প্রশাসক মোহাম্মদ ইফতেখার হোসেন।
প্রধান অতিথি বলেন, ধর্য্য ও সহনশীলতা এ মাসে আপনারা সকল রকম অবৈধ কর্মকান্ড সন্ত্রাস হতে দুরে থেকে আল্লাহর সন্তুষ্টি অর্জনে ব্রতী হবেন। আমি আশা করি আমার জমঈয়তে আহলে হাদীসের ভায়েরা সংঘবদ্ধভাবে আল্লাহর নির্দেশ পালনে এগিয়ে আসবেন।
প্রধান আলোচক হিসাবে যশোর জেলা জমঈয়তের সভাপতি অধ্যাপক আহমদ আলী, জেলা জেনারেল সেক্রেটারী প্রভাষক শাহাদাৎ হুসাইন, সুপার মাওলানা আব্দুল্লাহ। এছাড়া আরো বক্তব্য রাখেন, আন মাওঃ দেলদার রহমান, রেজাউল হক, শওকত আলী, শাহজাহান আলী, আব্দুল্লাহ, আখতারুজ্জামসান, প্রফেসর আব্দুর রাজ্জাক, শামসুর রহমান, আবু তাহের আমান উল্লাহ, শুব্বান সভাপতি মাওঃ হাফেজ আসাদুল্লাহ আল গালিব, মাওঃ শফিকুল ইসলাম, উপদেষ্টা মাওঃ মশিউর রহমান প্রমুখ।