শ্যামনগরে ট্রাক উল্টে নিহত ৩ শ্রমিক
আনিসুর রহমান,শ্যামনগর :
শ্যামনগর উপজেলার বুড়িগোয়ালিনী ইউনিয়নের ৩ শ্রমিক ট্রাক উল্টে ঘটনাস্থলে নিহত হয়েছে। আজ বৃহস্পতিবার দুপুর দেড়টার দিকে গোপালগঞ্জ জেলার কাশিয়ানী থানার সাতাশি নামক গ্রামে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন- বুড়িগোয়ালিনী ইউনিয়নের পোড়াকাটলা গ্রামের তারাপদ সরদারের ছেলে রবীন্দ্রনাথ সরদার (৪৬) ও মৃত উপেন্দ্রনাথ সরদারের ছেলে মাধবিন্দ সরদার (৪৩) ও আড়পাঙ্গাশিয়া গ্রামে বিকাশ বাইন (৪৪)। বুড়িগোয়ালিনী ইউপি চেয়ারম্যান ভবতোষ কুমার মণ্ডল বিষয়টি নিশ্চিত করে জানান, গত ১৫ দিন পূর্বে ১০/১২ জনের একটি শ্রমিক দল গোপাল গঞ্জে যায় ধান কাটার জন্য। দীর্ঘ সময় ধান কাটা শেষে ট্রাক ভর্তি করে ধান নিয়ে বাড়িতে আসার সময় ঘটনাস্থলে পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাকটি রাস্তার পাশে পুকুরে ডুবে যায়। এসময় শ্রমিকরা নিহত হয়। নিহতদের বাড়িতে আনার প্রক্রিয়া চলছে তিনি জানান।