দরগাহপুর ইউনিয়ন পরিষদের প্রকাশ্য বাজেট ঘোষণা
জি এম মুজিবুর রহমান, আশাশুনি:
আশাশুনি উপজেলার দরগাহপুর ইউনিয়ন পরিষদের প্রকাশ্য বাজেট অধিবেশন ও উন্নয়ন পরিকল্পনা সভা ২০১৮-১৯ অনুষ্ঠিত হয়েছে। আজ ইউনিয়ন পরিষদ মিলনায়তনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
স্বচ্ছতা ও জবাবদিহিতামূলক ইউনিয়ন পরিষদ গঠনের লক্ষ্যে প্রকাশ্য বাজেট অধিবেশন ও উন্নয়ন পরিকল্পনা সভায় সভাপতিত্ব করেন, ইউপি চেয়ারম্যান শেখ মিরাজ আলি। অনুষ্ঠানে আশাশুনি প্রেসক্লাব সভাপতি জি এম মুজিবুর রহমান, ইউপি সচিব আঃ জলিল, দরগাহপুর এসকেআরএইচ কলেঃ স্কুলের ভারপ্রাপ্ত অধ্যক্ষ গৌরপদ মন্ডল, খরিয়াটি মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুধাংশু কুমার রাহা, সকল ইউপি সদস্য ও সংরক্ষিত মহিলা সদস্য, স্থানীয় বীরমুক্তিযোদ্ধাবৃন্দ, আওয়ামীলীগ নেতৃবৃন্দসহ সর্বস্তরের মানুষ অংশ নেন। অনুষ্ঠানে ২ কোটি ১০ লক্ষ ৩৭ হাজার ৮৫ টাকা আয় এবং ২ কোটি ১০ লক্ষ ৮৫ টাকা ব্যয় ও ৩৭ হাজার টাকা উদ্বৃত্ত দেখিয়ে বাজেট ঘোষণা করা হয়।