কলারোয়ার চন্দনপুর ইউনিয়ন পরিষদের ২০১৮-২০১৯ অর্থ বছরের উন্মুক্ত বাজেট ঘোষণা
জুলফিকার আলী,কলারোয়া :
কলারোয়া উপজেলার চন্দনপুর ইউনিয়ন পরিষদের উন্মুক্ত বাজেট অধিবেশন বৃহস্পতিবার সকালে ইউপি পরিষদের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়। ২০১৮-১৯ অর্থ বছরের জন্য ১কোটি ১৭ লক্ষ ৩ হাজার ৪শ’৬০ টাকার উন্মুক্ত বাজেট ঘোষণা করা হয়। বাজেট ঘোষণা করেন চন্দনপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মনিরুল ইসলাম মনি। যা আগামী ১ বছরে ওই ইউনিয়নের উন্নয়নের জন্য ব্যয় করা হবে। চন্দনপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মনিরুল ইসলাম মনির সভাপতিত্বে উন্মুক্ত বাজেট অধিবেশনে উপস্থিত ছিলেন, ইউপি সদস্য অলিয়ার রহমান, কামাল হোসেন লাভলু, শাহাদাৎ হোসেন, আব্দুস সালাম, আঃ হামিদ, আরিফুর রহমান, নজরুল ইসলাম, হাসান মাসুদ পলাশ, ইমাম হোসেন, মাজিদা খাতুন, জাহানারা খাতুন, গফুরোন নেছা, ইউপি সচিব তাজমীর আলম সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ। বাজেট অধিবেশনে ইউপি চেয়ারম্যান মনিরুল ইসলাম মনি বলেন, ২০১৮-১৯ অর্থ বছরে বাজেট ১কোটি ১৭ লক্ষ ৩ হাজার ৪শ’ ৬০টাকা। এ বাজেট সাধারণ জনগণের বাজেট। এ বাজেট ইউনিয়নবাসীর উন্নয়নের জন্যই ব্যয় করা হবে। এসময় বক্তারা বলেন, স্বচ্ছতা ও জবাবদিহিতা থাকলে একটি ইউনিয়ন বা সমাজ সুন্দর ভাবে পরিচালিত হয়। তাই এভাবে উন্মুক্ত বাজেট ঘোষণার মাধ্যমে ইউনিয়নবাসীর সু-পরামর্শের সুযোগ ও তাদের মতামতের গুরুত্ব দেওয়া উচিত। এছাড়া এই ইউনিয়নকে সুন্দর ও মডেলে পরিণত করতে ইউনিয়নবাসীকে নিয়মিত কর প্রদানের আহ্বান জানানো হয়।