কলারোয়ার কয়লা ইউপিতে ২০১৮-২০১৯ অর্থ বছরের উন্মুক্ত বাজেট ঘোষণা
জুলফিকার আলী,কলারোয়া :
কলারোয়া উপজেলার কয়লা ইউনিয়ন পরিষদের উন্মুক্ত বাজেট অধিবেশন অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকালে ইউনিয়ন পরিষদের সম্মেলন কক্ষে ওই বাজেট অধিবেশন অনুষ্ঠিত হয়। ২০১৮-২০১৯ অর্থ বছরের জন্য ৬২লাখ ৬০ হাজার ২শ’৩৭ টাকার বাজেট ঘোষণা করেন কয়লা ইউপি চেয়ারম্যান শেখ ইমরান হোসেন। আগামী ১ বছর ওই ইউনিয়নের উন্নয়নের জন্য এ বাজেট বরাদ্দ থেকে ব্যয় করা হবে। কয়লা ইউপি চেয়ারম্যান শেখ ইমরান হোসেনের সভাপতিত্বে বাজেট অধিবেশনে উপস্থিত ছিলেন- ইউপি সদস্য রাবেয়া খাতুন, রহিমা বেগম কাজল, মনোয়ারা বেগম, শেখ আবুল ফজল, সাহাজুদ্দীন, মফিজুল ইসলাম, আব্দুর রহিম, আজিজুর রহমান, রবজুদ্দীন সরদার, আব্দুল আহাদ সানা, নজরুল ইসলাম, জাহাঙ্গীর হোসেন, সচিব আমিনুর রহমান, গ্রাম পুলিশ আব্দুল মালেক, শহিদুল ইসলাম, আ. আলিম, শেখ আলী হোসেন, ওসমান শাহাজী, শেখ আ. আলীম, রুহুল আমিন, ইয়াছিন আলী, শাহাজান আলী, রফিকুল ইসলাম, আহাদ বিশ্বাস সহ বিভিন্ন স্তরের গণ্যমান্য ব্যক্তিবর্গ। বাজেট অধিবেশনে ইউপি চেয়ারম্যান শেখ ইমরান হোসেন বলেন-এ বাজেট সাধারণ জনগণের বাজেট। এ বাজেট ইউনিয়নবাসীর উন্নয়নের জন্যই ব্যয় করা হবে। এসময় বক্তারা বলেন- স্বচ্ছতা ও জবাবদিহিতা থাকলে একটি ইউনিয়ন বা সমাজ সুন্দর ভাবে পরিচালিত হয়। ইউনিয়নকে সুন্দর ও মডেলে পরিণত করতে ইউনিয়নবাসীকে নিয়মিত কর প্রদানের আহ্বান জানানো হয়।