পাটকেলঘাটার কুমিরা গুরুত্বপূর্ণ স্থানে সৌর স্ট্রীট লাইট অকেজো
পাটকেলঘাটা প্রতিনিধি :
বর্তমান সরকারের উন্নয়নের ছোঁয়াই ভাসছে দেশ। সরকারের বিভিন্ন প্রকার প্রকল্পের মধ্যে সরকারী খাতে বরাদ্দ সৌর বিদ্যুৎ এর স্ট্রীট লাইট। বর্তমানে সৌর বিদ্যুৎ এর ব্যবহার বৃদ্ধিতে বিভিন্ন প্রকল্প গ্রহণ করেছে সরকার। তেমনি বিভিন্ন ইউনিয়ন পরিষদের আওতায় গুরুত্বপূর্ণ স্থান গুলোতে এমপি কোটার অর্থে এ সৌর বিদ্যুৎ এর স্ট্রীট লাইট স্থাপন করা হয়েছে। পাটকেলঘাটা থানার ৪নং কুমিরা ইউনিয়ন পরিষদের বাসস্টান্ড মার্কেটের সামনের সব থেকে জরুরী স্ট্রীট রাইট পোস্টটি দীর্ঘদিন অকেজো হয়ে পড়ে রয়েছে। বর্তমানে সন্ধ্যার পরে বিদ্যুৎ চলে গেলে মার্কেটটি অন্ধকারে নিমজ্জিত হয়ে যায়। বাসস্টান্ডের ব্যবসায়ীবৃন্দ দীর্ঘদিন সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদের কর্তাব্যক্তিদের বলে আসলেও কাজে আসেনি। স্ট্রীট লাইটের প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা পিআইও এটা সংশ্লিষ্ট কোম্পানির কর্মকর্তার মাধ্যমে দেখা শোনার কথা। দীর্ঘদিন এগুলো অকেজো হয়ে পড়ে থাকায় চরম ভোগান্তি পোহাতে হচ্ছে ব্যবসায়ীসহ পথচারী ক্রেতা-বিক্রেতাদের। কুমিরা স্ট্যান্ড বাজার ব্যবসায়ী বাসুদেব জানান স্ট্রীট লাইটটি দীর্ঘ দিন নষ্ট হয়ে পড়ে আছে। আর যে গুলো আছে সেগুলো বেশী সময় জ্বলে না। কারেন্ট চলে গেলে মার্কেটটা ভূতুড়ে মনে হয়। এ বিষয়ে কুমিরা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান বলেন, আমার ইউনিয়নের সব থেকে গুরুত্বপূর্ণ স্থানের স্ট্রীট লাইট পোস্টটি অকেজো হয়ে পড়ে রয়েছে আমি বিষয়টি দ্রুত দেখছি। এদিকে প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা পি আইও মাহাফুজুর রহমান বলেন, স্ট্রীট লাইট গুলো দেখভালের দায়িত্ব সংশ্লিষ্ট স্ট্রীট লাইট কোম্পানির তবে তাদের সাথে যোগাযোগ করে দ্রুতই এর সমাধানের চেষ্টা করছি।