কালিগঞ্জে পল্লীতে স্বামী সন্তান ফেলে স্ত্রী চম্পট দিয়েছে
কালিগঞ্জ প্রতিনিধি :
কালিগঞ্জের পল্লীতে এক সন্তানের জননী হাফিজা খাতুন স্বর্বস্ব নিয়ে চম্পট দেওয়ার অভিযোগ পাওয়া গেছে। ঘটনাটি উপজেলার বিষ্ণপুর ইউনিয়নের নিলকন্ঠপুর গ্রামেই ঘটেছে। ভুক্তভোগী স্বামী মোজাফ্ফার হোসেন মোড়ল অভিযোগ করে বলেন, আশাশুনি উপজেলার শ্রীউলা ইউনিয়নের বকচার গ্রামে ৭ বছর পূর্বে বিবাহ হয় হাসেম সরদারের কন্যা হাফিজা খাতুনের সাথে। তাদের পরিবারে একটি পুত্র সন্তানের জন্ম হয়। যার বয়স বর্তমানে ৫ বছর। অথচ পরকীয়ার টানে হাফিজা খাতুন প্রায়শঃ স্বামী মোজ্ফ্ফারের সাথে ঝগড়া বিবাদে লেগে থাকতো। এমনকি সরলমনা দিন মুজুর মোজাফ্ফার সব কিছু ধৈর্যসৈর্য করেও তার পরকীয়া আসক্ত স্ত্রীকে আটকে রাখতে পারলো না। সে ৭ মাস পূর্বে নগদ ২৬ হাজার টাকা, স্বর্ণালংকার, সংসারের অন্যান্য জিনিষ পত্র সহ লক্ষাধিক টাকার মালামাল নিয়ে চম্পট দেয়। দীর্ঘ দিন ধরে মধ্যস্থতার মাধ্যমে পুনরায় সংসার ধর্ম করতে চাইলে স্ত্রী হাফিজা ও তার শশুর শাশুড়ির রোশানালে পড়ে তা আর সম্ভব হয়নি। সব শেষে তিনি প্রতিকার চেয়ে সাংবাদিক সহ প্রশাসনের বিভিন্ন দপ্তরে স্ত্রীর বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছে।