কলারোয়ায় ন্যাশনাল হাউজ হোল্ড ডাটাবেইজ বিষয়ক আলোচনা সভা
কামরুল হাসান,কলারোয়া :
সাতক্ষীরার কলারোয়ায় ন্যাশনাল হাউজ হোল্ড ডাটা বেইজ (ঘঐউ) প্রকল্পের জোনাল অপারেশন বিষয়ক এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকালে উপজেলা পরিষদ হলরুমে ওই সভার আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ডাটাবেইজ তৈরির উদ্বোধন করেন উপজেলা পরিষদ চেয়ারম্যান ফিরোজ আহম্মেদ স্বপন।
উপজেলা নির্বাহী অফিসার মনিরা পারভীনের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শিক্ষাবিদ অধ্যাপক এমএ ফারুক, ইউপি চেয়ারম্যান প্রধান শিক্ষক নুরুল ইসলাম, ইউপি চেয়ারম্যান এসএম মনিরুল ইসলাম, ইউপি চেয়ারম্যান আফজাল হোসেন হাবিলসহ অন্যান্য ইউপি চেয়ারম্যানবৃন্দ, পরিসংখ্যান কর্মকর্তা তাহের মাহমুদ সোহাগ, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা সঞ্জিব কুমার, সমাজসেবা কর্মকর্তা শেখ ফারুক হোসেন, সমবায় কর্মকর্তা নওশের আলী, নির্বাচন কর্মকর্তা মাসুদুর রহমান, পল্লী উন্নয়ন কর্মকর্তা সন্দীপ কুমারসহ বিভিন্ন দপ্তরের আধিকারিকবৃন্দ ও সংশ্লিষ্টরা।