দেবহাটায় বকনা বাছুর বিতরণ
দেবহাটা প্রতিনিধি:
দেবহাটায় হত দারিদ্র পরিবারের আর্থ সামাজিক উন্নয়ণ কার্যক্রমের আওতায় বকনা বাছুর বিতরণ করা হয়েছে। বুধবার বেলা ২টায় উপজেলা প্রাণী সম্পদ অফিস চত্বরে ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের আশাশুনি এপি ইনহেন্ডার প্রজেক্টের আয়োজনে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে বিতরণ করেন উপজেলা প্রাণী সম্পাদ অফিসার ডাঃ বিষ্ণুপদ বিশ্বাস। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন দেবহাটা প্রেসক্লাবের সভাপতি আব্দুল ওহাব, ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের আশাশুনি এপি’র সিনিয়র প্রোগ্রাম অফিসার পল হাজরা, প্রোগ্রাম অফিসার রফিকুল ইসলাম, টেকনিক্যাল অফিসার নাজির আহম্মেদ, ফিরোজ শাহ আলম প্রমুখ। এসময় দেবহাটা সদর ইউনিয়ন ও পারুলিয়া ইউনিয়নের অপেক্ষাকৃত পিছিয়ে পড়া দারিদ্র পরিবারের মাঝে ৫০টি বকনা বাছুর বিতরণ করা হয়।
Please follow and like us: