শ্যামনগরের কাশিমাড়ী ইউনিয়ন পরিষদের উন্মুক্ত বাজেট ঘোষণা
রবিউল ইসলাম, শ্যামনগর :
স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করনের লক্ষ্যে
বুধবার বেলা ১১ টায় উপজেলার ০২নং কাশিমাড়ী ইউনিয়ন পরিষদের আয়োজনে পরিষদ চত্বরে কাশিমাড়ী ইউনিয়ন পরিষদের ২০১৮-২০১৯ অর্থ বছরের উন্মুক্ত বাজেট ঘোষণা ও বার্ষিক উন্নয়ন পরিকল্পনা সভা অনুষ্ঠিত হয়েছে।
ইউপি চেয়ারম্যান এস.এম আব্দুর রউফের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন শ্যামনগর উপজেলা চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) এস.এম মহসীন উল-মূলক।
বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা মুক্তিযোদ্ধা কমাণ্ডের কমান্ডার দেবী রঞ্জন মণ্ডল, সুশীলনের নবযাত্রা প্রকল্পের উপজেলা কো-অর্ডিনেটর এস.এম জাকির হোসেন, ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদক এস.এম আবুল হোসেন, ইউনিয়ন মুক্তিযোদ্ধা কমান্ডার আকবর আলী পিয়াদা, ইউনিয়ন দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি অবসরপ্রাপ্ত পুলিশ কর্মকর্তা টিএম সোহরাব হোসেন, সাধারণ সম্পাদক মাস্টার সওকাত হোসেন ঢালী, রূপান্তর ইউনিয়ন সুপারভাইজার সুমাইয়া পারভীন সহ সকল ইউপি সদস্যবৃন্দ শতাধিক ব্যক্তিবর্গ।
অনুষ্ঠানে ইউপি সচীব আব্দুস সবুর ২,৯৭,১১২৭৩ টাকার বাজেট ঘোষণা করেন।
সমগ্র অনুষ্ঠানটি পরিচালনা করেন গ্রাম আদালত সহকারী মহসীন আলম।