কুমিল্লার দুই মামলায় খালেদার জামিন স্থগিত
ডেস্ক রিপোর্ট :
কারাবন্দি বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে কুমিল্লার দুই মামলায় হাইকোর্টের দেয়া ছয় মাসের জামিন স্থগিত করেছেন চেম্বার আদালত।
একইসঙ্গে আগামী বৃহস্পতিবার আপিল বিভাগের পূর্ণাঙ্গ বেঞ্চে এ বিষয়ে শুনানির জন্য দিন ধার্য করা হয়েছে।
মঙ্গলবার দুপুরে চেম্বার বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী কুমিল্লায় হত্যা ও বিশেষ ক্ষমতা আইনে দায়ের করা মামলা দুটিতে হাইকোর্টের দেয়া জামিন আদেশ স্থগিত ঘোষণা করেন।
এর আগে সোমবার বিচারপতি এ কে এম আসাদুজ্জামান ও বিচারপতি জে বি এম হাসানের হাইকোর্ট ডিভিশন বেঞ্চ এই দুই মামলায় খালেদা জিয়াকে ছয় মাসের জামিন দেন। পরে জামিন আবেদন স্থগিত চেয়ে আবেদন করেন রাষ্ট্রপক্ষ।
আজ খালেদা জিয়ার পক্ষে শুনানি করেন জ্যেষ্ঠ আইনজীবী খন্দকার মাহবুব হোসেন। রাষ্ট্রপক্ষ শুনানি করেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম।
Please follow and like us: