ব্রাজিল না আর্জেন্টিনা!
ডেস্ক রিপোর্ট:
আর মাত্র কয়েকদির পরেই শুরু হচ্ছে ফুটবলের জমজমাট আয়োজন বিশ্বকাপ। আর এই বিশ্বকাপকে নিয়ে দর্শদের মধ্যে উছ্বাসের কোর কমতি নেই। এরইমধ্যে অনেকেই আবার কিনে ফেলেছেন নিজের প্রিয় দলের জার্সি।
কিন্তু এত কিছু পরেও হঠাৎই ফারুখ আহমেদ নিজের ফেসবুক পেজে একটি জার্সি পড়া ছবি আপলোড করেন। যেটি দেখে বুঝাই জায়না উনি ব্রাজিল না আর্জেন্টিনা। পরে অবশ্য কেপশনে তিনি লিখে দিয়েছেন, ঝামেলা মুক্ত জার্সি।
আর এ ছবিটি আপলোড করতেই অসংখ্য শেয়ারের মাধ্যমে রাতারাতি তা ফেসবুকে ছড়িয়ে পড়ে। আসলে ‘প্র্যাকটিকাল অ্যাকশন’ নামের একটি এনজিওর নির্মিত শর্ট ফিল্মের জন্য এমন জার্সি পড়েছেন বলে জানা গেছে।
শর্ট ফিল্মের মূল প্রতিপাদ্য বিষয়টি হলো, সৌর বিদ্যুতের ব্যবহৃত যন্ত্রাংশ যত্রতত্র ফেলার পরে পরিবেশ যেভাবে দূষিত হয়, ঠিক সেভাবেই ব্রাজিল-আর্জেন্টিনার তর্কেও আমাদের সমাজে প্রভাব ফেলে।
শর্ট ফিল্মে ফারুক আহমেদের স্ত্রীর ভূমিকায় অভিনয় করেছেন মাইশা খন্দকার। তবে এটি নাগাদ ইউটিউবে আসবে, তা এখনো জানা যায়নি।