আরো দুই মামলায় খালেদার জামিন শুনানি আজ
ডেস্ক রিপোর্ট:
বাংলাদেশের মানচিত্র, জাতীয় পতাকা অবমাননা করা ও ১৫ আগস্ট জাতীয় শোক দিবসে মিথ্যা তথ্য দিয়ে জন্মদিন পালনের অভিযোগের দুটি মামলায় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার জামিন আবেদনের ওপর শুনানি হবে আজ।
মঙ্গলবার বিচারপতি এম ইনায়েতুর রহিম ও বিচারপতি সহিদুল করিমের সমন্বয়ে গঠিত হাইকোর্ট ডিভিশন বেঞ্চে এ শুনানি হবে।
এর আগে সোমবারের কার্যতালিকায় থাকা দুটি মামলা উত্থাপন করা হলে আদালত শুনানির জন্য আজকের দিন ধার্য করেন।
উল্লেখ্য, গত ২২ মে আদালতের অনুমতিতে এই দুই মামলায় জামিন আবেদন করেন খালেদা জিয়ার আইনজীবীরা।
Please follow and like us: