আশাশুনিতে নিরাপদ মাতৃত্ব দিবস পালিত
জি এম মুজিবুর রহমান, আশাশুনি :
আশাশুনিতে নিরাপদ মাতৃত্ব দিবস- ২০১৮ উপলক্ষে র্যালী ও আলোচনা সভা অনষ্ঠিত হয়েছে। সোমবার সকালে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এ কর্মসূচি পালন করা হয়।
আশাশুনি এপি ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের সহযোগিতায় আশাশুনি স্বাস্থ্য কমপ্লেক্সের আয়োজনে প্রথমে কমপ্লেক্স চত্বর থেকে র্যালী বের করা হয়। র্যালীটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় কমপ্লেক্স চত্বরে গিয়ে শেষ হয়। পরে স্বাস্থ্য কমপ্লেক্স মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। “কমাতে হলে মাতৃ মৃত্যুহার, মিডওয়াইফ পাশে থাকা দরকার” প্রতিপাদ্যকে সামনে রেখে আলোচনা সভায় সভাপতির বক্তব্য রাখেন, মেডিকেল অফিসার ডাঃ সউদ বিন খায়রুল আনাম। স্বাগত বক্তব্য রাখেন ওয়ার্ল্ড ভিশনের প্রোগ্রাম অফিসার মানিক হালদার। বিশেষ অতিথি ছিলেন প্রোগ্রাম অফিসার ডেভিট স্বপন সাহা, আশাশুনি প্রেসক্লাব সভাপতি জি এম মুজিবুর রহমান ও সাবেক সেক্রেটারী এস এম আহসান হাবিব। মায়েদের মধ্যে বক্তব্য রাখেন তহমিনা রহিম।