কলারোয়ায় নিরাপদ মাতৃত্ব দিবস পালন
কলারোয়া প্রতিনিধি :
‘কমাতে হলে মাতৃমৃত্যুহার, মিডওয়াইফ পাশে থাকা একান্ত দরকার’- শীর্ষক স্লোগানে নিরাপদ মাতৃত্ব দিবস কলারোয়ায় যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে।
২৮মে সোমবার দিবসটি উপলক্ষে উপজেলার ১২টি ইউনিয়নের বিভিন্ন কমিউনিটি ক্লিনিকে আলোচনা সভা ও র্যালীর আয়োজন করা হয়।
এসময় গর্ভবতী প্রসূতি ও নবজাতক মায়েদের স্বাস্থ্য সচেতনতার উপর আলোকপাত করা হয়। মাতৃমৃত্যুহার কমানোর জন্য প্রাথমিক চিকিৎসাসেবা নিশ্চিতকরণে কমিউনিটি ক্লিনিকগুলো সর্বদা পাশে থাকার প্রত্যয় ব্যক্ত করেন।
উপজেলার চন্দনপুর ইউনিয়নের হিজলদী, বয়ারডাঙ্গা, কাদপুর, কেরালকাতা ইউনিয়নের সিংগা, নাকিলাসহ উপজেলার বিভিন্ন ক্লিনিকগুলোতে দিবসটি পালন করা হয়।
এসময় কমিউনিটি হেলথ কেয়ার প্রোভাইডার (সিএইচসিপি)সহ স্থানীয়রা উপস্থিত ছিলেন।
Please follow and like us: