জোট সরকারের আমলে বাধাপ্রাপ্ত খাল খননের কাজ পুনরায় শুরু
নাজমুল শাহাদাৎ (জাকির):
সাতক্ষীরা সদর উপজেলার খানপুর-পরানদহা মানুষের বহুদিনের দাবি গাবলি বিলের খাল খননের কাজ পুনরায় শুরু হওয়ায় খাল খননের নায়ক হয়ে থাকলেন স্থানীয় ইউপি সদস্য ও আওয়ামীলীগ নেতা ইব্রাহীম খলিল ও আজহারুল ইসলাম। বৃহস্পতিবার সকালে ২০০৪ সালে জোট সরকারের আমলে প্রভাবশালীদের দ্বারা বাধাপ্রাপ্ত এ খালের খনন কাজ দুই এলাকার মানুষের দাবির প্রেক্ষিতে পুনরায় চালু করেন ইউপি সদস্য ইব্রাহীম খলিল ও আজহারুল ইসলাম। এতে করে খাল খনন করার কার্যক্রম শেষ হলে অত্র অ লের মানুষেরা জলাবদ্ধতা থেকে মুক্তি পাবে, রেহাই পাবে বছরে লক্ষ লক্ষ টাকারও বেশি আর্থিক ক্ষতির হাত থেকে। উল্লেখ্য বিগত জোট সরকারের আমলে গ্রামবাসীদের উদ্যেগে প্রায় ৯শ একর বিশিষ্ট্য গাবলি বিলের পানি নিষ্কাশনের জন্য খাল খনন করার কার্যক্রম শুরু হয়। তবে সে সময়ের প্রভাবশালী বি.এন.পি জামাতের নেতাদের জমিতে খাস জমি থাকা সত্ত্বেও তারা তাদের জমির উপর দিয়ে খাল খনন করতে দিবা না বলে প্রভাব খাটিয়ে খাল খননের কাজ মধ্যেবতি অবস্থায় বন্ধ করে দেয়। এতে করে চরম বিড়ম্বনায় পড়ে গাবলি বিলের পাশে অবস্থিত অ লের মানুষেরা। পানি নিষ্কাশনের ব্যবস্থা না থাকায় প্রতি বছর আর্থিকভাবে ক্ষতির সম্মুখিন হতে হয় এ অ লের কৃষকদের। নষ্ট হয় তাদের আবাদি ফসল, তলিয়ে যায় মৎস্য ঘের। হালকা ভারি বর্ষণে সৃষ্টি হয় বন্যা, বন্যার ফলে ঘরবাড়ি ছাড়তে হয় অনেক পরিবারকে। তবে দুই গ্রামের মানুষের পানি নিষ্কাশনের জন্য তাদের বহুদিনের খাল খননের স্বপ্ন পূরণ হওয়ায় খাল খননের দ্ইু নায়ক, শিবপুর ইউনিয়ন পরিষদের দুই ইউপি সদস্য ও আওয়ামীলীগ নেতা ইব্রাহীম খলিল ও আজহারুল ইসলামকে গ্রামবাসীদের পক্ষ থেকে ফুলের মালা দিয়ে বরণ করে নেওয়া হয়। এসময় উপস্থিত ছিলেন ইউপি সদস্য আলমগীর হোসেন, আলহাজ্ব মাওঃ আফছার উদ্দীন, আওয়ামীলীগ নেতা রিয়াজুল ইসলাম, মোস্তফা মাহমুদ, রবিউল ইসলাম রবি, আমিনুর রহমান, মিজানুর রহমান সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিল।