তালায় রাস্তা সংস্কারের নামে চলছে অনিয়ম : ভোগান্তিতে জনগন
সরেজমিন গিয়ে দেখা গেছে, পথযাত্রীদের অধিকাংশ লোক হেঁটে চলছে। আর রাস্তায় যে বালু ব্যবহার করছে সেটা নিন্মমানের। পিচ তুলে সেই পিচ আর নিন্মমানের বালু দিয়ে রুলার মেশিন দিয়ে চেপে কিছু কিছু জায়গায় সমান করে রেখেছে। মানসম্মত ইট ও বালু ব্যবহারে কথা থাকলেও তার কোন একটি মেনে চলছে এই রাস্তার কাজ।
সাঈদুর রহমান নামের এক পথযাত্রী জানান, আজ অনেক দিন হল রাস্তার অর্ধেক কাজ করে বাকিটা করছেনা। ট্রাক্টর মেশিন দিয়ে পিচ তুলে অপর্যাপ্ত নিন্মমানের বালু দিয়ে কোন রকমে কিছু জায়গায় রুলার দিয়ে চেপে সমান করে রেখে চলে যাচ্ছে। আর পিচ ঢালায় কবে হবে সেটার কোন সঠিক সময়ের ঠিকঠিকানা নেই। পুরো রাস্তাটি নিয়ম মেনে হচ্ছেনা। তালা বা জাতপুর যাওয়ার বিশেষ প্রয়োজন হলেও সময়মত মিলছে না যানবাহ। কারন রাস্তায় পিচ খুঁচে রেখে দিয়েছে সেটা উপর দিয়ে গাড়ীর চাকা গড়ছেনা।আটকে যাচ্ছে।
জিয়ারুল নামের এক ইঞ্জিন ভ্যান চালক জানান, রাস্তা আগেই বেশ ভাল ছিল। এখন পিচ তুলে আর কোন প্রকার কাজের নাম নেই। এটার উপর দিয়ে হেঁটে গেলেও কিছুক্ষণের মধ্যে পা দিয়ে রক্ত বের হচ্ছে। তাহলে গাড়ীর চাকা কি ভাবে যাবে। ভানের চাকা কিছুক্ষণ চলার পর চাকা আর যাচ্ছেনা। ভ্যানের উপরে যাত্রীরা বসতেও পারছেনা।
ঠিকাদারের খেয়ালিপনার কারণে এমন ভোগান্তিতে পড়তে হচ্ছে বলে দাবী সকলের।
নিদৃষ্ট সময়ের মধ্যে কাজ শেষ হচ্ছে না কেন সেটা জানার জন্য ঠিকাদারের সাথে যোগাযোগের চেষ্টা করলেও সম্ভব হয়নি।
জনগনের দাবী দ্রুত রাস্তাটি সংস্কার ও মানসম্মত ভাবেই কাজটি শেষ হোক।