চঞ্চলই হার্টফেল ফয়েজ!
বিনোদন ডেস্ক:
নাটকের নাম ‘হার্টফেল ফয়েজ’। এখানে কেন্দ্রীয় চরিত্রে দেখা যাবে অভিনেতা চঞ্চলকে। বৃন্দাবন দাসের রচনায় নাটকটি পরিচালনা করেছেন নির্মাতা মিলন ভট্টাচার্য।
সামনে ঈদ। আর ঈদ মানেই টিভিতে নাটক উৎসব। যার বেশিরভাগেই থাকে হাসির। এবারো তার ব্যতিক্রম হচ্ছে না। মজার এই হাসির নাটক নিয়ে হাজির হচ্ছেন চঞ্চল চৌধুরী।
গল্পে দেখা যাবে, গ্রামের সাধারণ মানুষদের জীবনযাত্রা নিয়ে নির্মিত হয়েছে এ নাটক। এর কেন্দ্রীয় চরত্রে অভিনয় করবেন চঞ্চল। নাটকে তাকে একজন নরম স্বভাবের মানুষ হিসেবে পাওয়া যাবে। যার সহজ-সরল নানা কাণ্ড নাটকের হাসির উপজীব্য হবে।
চলতি মাসের ১৬ থেকে ১৯ তারিখ পূবাইলে নাটকটির দৃশ্যধারণ হয়েছে। এতে চঞ্চল ছাড়াও অভিনয় করেছেন অপর্ণা ঘোষ, বৃন্দাবন দাস, শাহনাজ খুশি, আহসানুল হক, শিখা মৌ’সহ অনেকে।
আসন্ন ঈদে এই নাটকটি একটি বেসরকারি চ্যানেলে সাত দিন প্রচার হবে বলে জানান নির্মাতা মিলন ভট্টাচার্য।