সাতক্ষীরা পৌর তাঁতীলীগের উদ্যোগে ইফতার মাহফিল
মাহফিজুল ইসলাম আককাজ :
সাতক্ষীরা পৌর তাঁতীলীগের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। সোমবার ০৪ রমজান শহরের পলাশপোল সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে পৌর তাঁতীলীগের সভাপতি নুরজাহান সাদিয়ার সভাপতিত্বে পবিত্র মাহে রমজানের তাৎপর্য শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সদর উপজেলা চেয়ারম্যান মো. আসাদুজ্জামান বাবু। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন পৌর ০৮ নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি আনিছ খান চৌধুরী বকুল, পৌরসভার ০৮ ওয়ার্ড কাউন্সিলর শফিকুল আলম বাবু, জেলা যুবলীগ নেতা কাজী আক্তার হোসেন, সাতক্ষীরা জেলা তাঁতীলীগের প্রতিষ্ঠাতা সাবেক সভাপতি মীর আজহার আলী শাহীন, জেলা বঙ্গবন্ধু সৈনিকলীগের সভাপতি মাহমুদ আলী সুমন, পৌর যুবলীগের যুগ্ম আহবায়ক মেহেদী আলী সুজয়, জেলা মুক্তিযোদ্ধা সংহতি পরিষদের সাধারণ সম্পাদক সৈয়দ হাসান ইমাম, পৌর তাঁতীলীগের সহসভাপতি কাজী ওবায়েদ, সাংগঠনিক সম্পাদক ও সাংবাদিক মো. মাসুদ আলী, সৈয়দ হোসেন ইমাম, ০৯ নং ওয়ার্ড তাঁতীলীগের সভাপতি সুলতান মাহমুদ সোহাগ, সাধারণ সম্পাদক মো. আলমগীর হোসেন, ০৮ নং ওয়ার্ড তাঁতীলীগের সভাপতি আকাশ হোসেন, সাধারণ সম্পাদক নাঈম হোসেন, ০৫ নং ওয়ার্ড তাঁতীলীগের সাধারণ সম্পাদক মো. দেলোয়ার হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক নুর ইসলাম, প্রচার সম্পাদক শহিদুল ইসলাম প্রমুখ। ইফতার মাহফিলে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন পলাশপোল জামে মসজিদের পেশ ইমাম হাফেজ মাওলানা মো. শহিদুল ইসলাম। সমগ্র অনুষ্ঠান পরিচালনা করেন পৌর তাঁতীলীগের সাধারণ সম্পাদক ফিরোজ হোসেন।