আশাশুনিতে অবৈধ বালু উত্তোলনের অপরাধে এক লক্ষ টাকা জরিমানা
জি এম মুজিবুর রহমান, আশাশুনি :
আশাশুনি উপজেলা সদরে নির্মানাধীন মানিকখালী ব্রীজের কাছে খোলপেটুয়া নদী থেকে অবৈধ বালু উত্তোলনের অপরাধে একজনকে এক লক্ষ টাকা জরিমানা করা হয়েছে। সোমবার বিকালে মোবাইল কোর্টে এ জরিমানা করা হয়।
মানিকখালী ব্রীজের কাছে এ্যাপ্রোজ সড়কে বালু ভরাটের জন্য ঠিকাদার খুলনার মাজেদুল ইসলাম ও উঃ চাপড়ার আবুল কাশেম এর ম্যানেজার মাগুরার মোহাম্মদপুর গ্রামের গোলাম মোস্তফার ছেলে শামীম হাসান ৪টি বোর্ডে ভলগেট দিয়ে নদী থেকে অবৈধ ভাবে বালু উত্তোলন করে আসছেন। সোমবার রাড়ুলি গ্রামের আবুল হোসেন সরদারের ছেলে ডালিম, আফিল উদ্দিনের ছেলে রবিউল ও একই গ্রামের আনছার আলীর ভলগেট মেশিন দিয়ে বালু উত্তোলন করা হচ্ছিল।
এ সময় উপজেলা নির্বাহী অফিসার ও বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট মাফফারা তাসনীন মোবাইল কোর্ট পরিচালনা করে ৩ টি মেশিন পরিচালনাকারী ৩ কর্মচারী ও ম্যানেজার শামীম হাসানকে আটক করেন। পরে বালু মহাল ও মাটি ব্যবস্থাপনা আইন-২০১০ বিধান মতে ম্যানেজারকে ১ লক্ষ টাকা জরিমানা করা হয়।