শ্যামনগরে পাওনা টাকা চাওয়াকে কেন্দ্র করে প্রতিপক্ষের ধারালো অস্ত্রের আঘাতে আহত ৫
শ্যামনগর প্রতিনিধি:
ইটভাটা সংক্রান্ত পাওনা টাকা চাওয়াকে কেন্দ্র করে প্রতিপক্ষের ধারালো অস্ত্রের আঘাতে মহিলা সহ ৫ জন মারাত্মক আহত হয়েছে। ঘটনাটি ঘটেছে শনিবার বিকাল ৫ টার দিকে উপজেলার কাশিমাড়ী পল্লীর ঘোলা গ্রামে । এ ঘটনায় ইটভাটা সরদার আব্দুর রহমান বাদী হয়ে ২০/০৫/২০১৮ তারিখ রোববার শ্যামনগর থানায় জিআর ১৪ নং মামলাটি করেন।
মামলার এজাহার সুত্রে জানা যায়, উপজেলার ঘোলা গ্রামের মৃত আবুল হক সরদারের ছেলে আব্দুর রহমান একজন ইটভাটা সরদার। এই সুবাদে গত বছর ইটভাটায় ৪ জন শ্রমিক সরবরাহের উদ্দেশ্যে একই গ্রামের মৃত দলিল উদ্দিন গাজীর ছেলে মোঃ খোকন লেটু উক্ত ইটভাটার সরদার আব্দুর রহমানের নিকট থেকে ১২০০০০ (এক লক্ষ বিশ হাজার) টাকা নেয়। কিন্তু মোঃ খোকন লেটু শ্রমিক না দিয়ে প্রতারণা করে উক্ত সমুদয় টাকা আত্মসাৎ করার চেষ্টা করতে থাকে। এ ঘটনায় মামলার বাদী ইট ভাটার সরদার আব্দুর রহমান বার বার তার পাওনা টাকা চাইলে প্রতিপক্ষ খোকন লেটু টাকা দিতে অস্বীকৃতি জানায় এবং উল্টো ভয়ভীতি ও হুমকি প্রদর্শন করে।
এ ঘটনার জের ধরে ঘটনার দিন গত শনিবার বিকাল ৫ টার দিকে শ্রমিক সরবরাহের নামে প্রতারণা কারী খোকন লেটুর নিকট পুনরায় আব্দুর রহমান তার পাওনা টাকা চাইলে মৃত দলিল উদ্দিন গাজীর ছেলে খোকন লেটু, মৃত আব্দুস সবুর গাজীর ছেলে মহিদুল ইসলাম, আব্দুল হামিদ গাজীর ছেলে হাবিবুর রহমান, মৃত নবাব্দী গাজীর ছেলে আব্দুল গনি ও আনিছুর রহমান সহ আরও অজ্ঞাত নামা ১০/১৫ ব্যক্তি পাওনা টাকা চাওয়াকে কেন্দ্র করে বাকবিতণ্ডার এক পর্যায়ে দা, লাঠি, রামদা, কুড়াল ও বোমা সদৃশ ইট নিয়ে তাদের উপর হামলা চালায়। এতে কামরুল ইসলাম, শিমুল হোসেন, মনোয়ারা খাতুন ও আজল মনি সহ ৫ জন গুরুতর আহত হয়। এসময় আহত শিমুলের কাছে থাকা নগদ ৫০০০০ টাকা ও তার ব্যবহারিত মোবাইল ফোন এবং আজল মনির গলায় থাকা ২৩০০০ টাকা মূল্যের স্বর্ণের গহনা ছিনতাই করে নেয়। এই ঘটনায় অবস্থার অবনতি হওয়ায় উন্নত চিকিৎসার জন্য ফজিলা খাতুন ও কামরুল ইসলাম কে সাতক্ষীরা সদর হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে। বাকী আহত ব্যক্তিরা শ্যামনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন আছে।