কলারোয়ায় পুলিশই অভিযানে গ্রেফতার দুই
কলারোয়া প্রতিনিধি :
কলারোয়া থানা পুলিশ অভিযান চালিয়ে একজন ওয়ারেন্টভুক্ত আসামি ও ইয়াবাসহ এক ব্যক্তিকে গ্রেফতার করেছে। গ্রেফতারকৃত ব্যক্তিরা হলেন- পৌরসভার ঝিকরা গ্রামের মৃত নিতাই হালদারের ছেলে সন্নাসী হালদার ও একই এলাকার শেখ মোস্তফার ছেলে শেখ রাজু।
কলারোয়া থানার সেকেন্ড অফিসার এস.আই বিপ্লব রায় জানান, গোপন সংবাদের ভিত্তিতে ২১পিচ ইয়াবাসহ সন্নাসী হালদারকে রবিবার ভোররাতে তার বাড়ি থেকে গ্রেফতার করা হয়।
অপরদিকে, রবিবার সকালে ওয়ারেন্টভুক্ত আসামি শেখ রাজুকে তার বাড়ি থেকে গ্রেফতার করা হয়। রবিবার বিজ্ঞ আদালতের মাধ্যমে তাদেরকে সাতক্ষীরা জেলা কারাগারে প্রেরণ করা হয়েছে বলে থানা সূত্র জানায়।
Please follow and like us: